লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৯
লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

ছবি: এফপি

বার্টন অ্যালবিওনকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ১-০ গোলে জয় তুলে নিয়েছে ম্যানসিটি।

এর আগে লিগ কাপের প্রথম লেগে ৯-০ গোলের অনায়াস জয় তুলে নিয়েছিল পেপ গার্দিওলার দল। দুই লেগে মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা ১০-০ ব্যবধানে জিতে উঠে গেছে ফাইনালে।

আগের লেগের জয়ে অনেকটাই নির্ভার ছিল সিটি। কারণ এদিন কম ব্যবধানে হারলেও ফাইনালের টিকিট মিলতো তাদেরই। তারপরও ছাড় দেয়নি দলটি। ২৬তম মিনিটে এসে জয়সূচক গোলটি পায় তারা। গোলদাতা দলের আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। দুর্দান্ত ফর্মে থাকা আগুয়েরোর এটি এই মৌসুমে সব মিলিয়ে ১৫তম গোল।

তৃতীয় সারীর দল বার্টন অ্যালবিওনকে অবশ্য আরো বড় ব্যবধানেই হারাতে পারতো সিটি। কিন্তু ম্যাচের বাকীটা সময় দলটির ফুটবলাররা গোল মিসের মহড়া দিয়েছেন।

ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানসিটি পাবে চেলসি কিংবা টটেনহ্যাম হটস্পারকে। সেমির প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলের জয়ে এগিয়ে আছে টটেনহ্যাম। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে লড়বে এই দুই ক্লাব।

এদিকে ফরাসি কাপের শেষ ষোলোতে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে ২-০ গোলে স্ত্রাসবুরকে হারিয়েছে দলটি। ম্যাচে গোল দুটি করেন এডিনসন কাভানি। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা শেষ তিন ম্যাচে করলেন পাঁচ গোল।

খেলার ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গোলের উৎস তৈরি করে দেন সতীর্থ ইউলিয়ান ড্রাক্সলার।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর দুই বছরের জেল 

রোনালদোর দুই বছরের জেল 

স্বাদের ফুটবলকেই বিদায় বললেন বোল্ট

স্বাদের ফুটবলকেই বিদায় বললেন বোল্ট

আর্জেন্টাইন ফুটবলারসহ বিমান নিখোঁজ

আর্জেন্টাইন ফুটবলারসহ বিমান নিখোঁজ

অপ্রতিরোধ্য রোনালদোদের সহজ জয়

অপ্রতিরোধ্য রোনালদোদের সহজ জয়