বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে (বিপিএল) গত বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী নবাগত বসুন্ধরা কিংসের কাছে পাত্তাই পেল না। ৩-০ গোলে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস।
বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহাসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
ম্যাচের ২১তম মিনিটে সতীর্থের ফ্লিকের পর মার্কোস দি সিলভা ঠিকঠাক শট নেওয়ার আগেই শহীদুল আলম সোহেল দ্রুত বল গ্লাভসে নিলে ভালো একট সুযোগ নষ্ট হয় বসুন্ধরা কিংসের। ছয় মিনিট পর দলটির আরেকটি প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে।
৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট করেন আবাহনীর সানডে চিজোবা। পেনাল্টি শট পোস্টের বাইরে দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে নাসিরউদ্দিন চৌধুরী দলকে এগিয়ে নেওয়ার পর ৫৯তম মিনিটে দি সিলভার বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মতিন মিয়া নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
দশ মিনিট পর বখতিয়ার দুইশবেকভের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন কোস্টা রিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরা।
লিগের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো আবাহনী। নবাগত নোফেল স্পোর্টিংকে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল তারা।
বুধবার অন্য ম্যাচে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কোত দি ভোয়ার ফরোয়ার্ড বালো ফামুসার হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।