দৌড়ের ট্র্যাক থেকে অবসর নেওয়ার পরে পৃথিবীর দ্রুততম মানব জ্যামাইকান উসাইন বোল্ট যোগ দেন ফুটবলে। তবে মাত্র দুই ম্যাচ খেলেই স্বাদের ফুবটলকেই বিদায় বললেন বোল্ট।
অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে প্রীতি ম্যাচে দুই গোল করেছিলেন বোল্ট। পরবর্তীতে ক্লাবটির সঙ্গে তার আর পাকাপোক্তভাবে কোনো চুক্তি হয়নি। এর মাঝেই তাকে মাল্টার ক্লাব ভালেতাকে তাকে সাইন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও বোল্ট সেখানে যেতে অস্বীকৃতি জানান।
বোল্ট বলেন, ‘এটা আসলেই মজাদার ছিল যতক্ষণ এটা চলমান ছিল। এটা আসলেই ভালো একটি অভিজ্ঞতা। ট্র্যাক থেকে এখানে এসে এই ব্যাপারগুলো আমি বেশ উপভোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি বিভিন্ন জিনিস করার চেষ্টা করেছি। আমার খেলোয়াড়ি অধ্যায় শেষ। তাই এখন আমি ব্যবসার দিকে মনোযোগ দিতে পারব। আমার পাইপলাইনে অনেক চিন্তাভাবনা রয়েছে। আমি এখন এটাই বলতে পারি, এখন আমি পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হবো।’