ফ্রান্স আর কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় আর্জেন্টাইন একটি বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা নিখোঁজ হওয়ার বিমানে ছিলেন।
আর্জেন্টির গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে এটি নান্তে থেকে ছেড়ে আসে পিপার মালিবো নামের ছোট এক ইঞ্জিনের বিমান। সেখানে ছিলেন মাত্র দুজন যাত্রী। এর মধ্যে একজন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালা। যখন ফ্রান্স আর কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রম করছিল এসময় নিয়ন্ত্রণ হারায় বিমানটি। পরে বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া বিমানটি এখনও শনাক্ত করা যায়নি।
আর্জেন্টাইন স্ট্রাইকার সালা ফ্রেঞ্চ ক্লাব নান্তের কাছ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে শনিবার নিজেদের দলে ভিড়িয়েছে কার্ডিফ সিটি। এদিকে, সালার নিখোঁজের ঘটনা শুনে হাজারো ভক্তরা আর্জেন্টিনার রাস্তায় নেমে পড়েন। অনেককে বিক্ষোভ করতেও দেখা গেছে।
ফ্রেঞ্চ ক্লাব নান্তের কোচ ওয়াহিদ হালিলহডজিক বলেন, গতকালও সে আমাদের ক্লাবে এসেছিলো। এসে বলেছিলো ‘গুড বাই‘। কিন্তু আর নিখোঁজটা আমি বিশ্বাস করতে পারছি না। এটা অসম্ভব। আমি স্তব্ধ।