টানা সাতবারের ইতালিয়ান চ্যাম্পিয়ন তারা। অষ্টম শিরোপা জয়ের পথে দাপটেই এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। এই মৌসুমেও দারুণ দাপট তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটির। পয়েন্ট তালিকায় তলানিতে থাকা কিয়েভোকে সহজে হারানো ম্যাচে অবশ্য গোলের দেখা পান নি ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছেন এই প্লেমেকার।
ইউভেন্তুস স্টেডিয়ামে সোমবার রাতে ৩-০ গোলে জেতে স্বাগতিকরা। এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে আসা ক্রিস্তিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানে আরও বাড়তে পারতো।
দিয়েগো কস্তার অসাধারণ নৈপুণ্যে ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। পাওলো দিবালার পাস পেয়ে এগিয়ে গিয়ে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের বুলেট শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
৩২তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। চার মিনিট পর ফেদেরিকো বের্নারদেস্কির শট পা দিয়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক স্তেফানো সরেন্তিনো।
তবে বিরতির ঠিক আগে আর পারেননি ইতালিয়ান এই গোলরক্ষক। পাওলো দিবালার দারুণ রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন এমরে কান। গত জুনে লিভারপুল থেকে আসা জার্মান এই ডিফেন্ডারের এটাই নতুন ঠিকানায় প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কস্তার শটে বল এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে রোনালদোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সরেন্তিনো।
৭২তম মিনিটে লুকা রসেত্তিনির দূরপাল্লার শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান ইউভেন্তুস গোলরক্ষক মাত্তিয়া পেরিন। দুই মিনিট পর কানের কাটব্যাক ছোট ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করা রোনালদো। খানিক পর আবারও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৮৪তম মিনিটে বাঁ দিক থেকে বের্নারদেস্কির ফ্রি-কিকে বল গোলমুখে পেয়ে ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানি লাফিয়ে অনায়াসে হেডে ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় শিরোপাধারীদের।
২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুসের পয়েন্ট ৫৬। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০।