ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবার ৪-৩ গোলে জয়ী হয়েছে লিভারপুল। এই ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে ৫০তম গোলের রেকর্ড গড়েছেন তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।
আর এর মাধ্যমে লিগের ইতিহাসে চতুর্থ দ্রুততম ৫০ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন এই মিশরীয় স্ট্রাইকার। ম্যাচে ১-১ গোলে সমতা ফেরানোর গোলটি করেছেন সালাহ। এটি ছিল প্রিমিয়ার লিগে তার ৭২তম ম্যাচে ৪৯তম গোল। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে লিভারপুলকে ৩-২ গোলে এগিয়ে দেবার গোলটিও ছিল সালাহ’র।
বাকি দুই গোল এসেছে রবার্তো ফিরমিনো ও সাদিও মানের কাছ থেকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা এন্ডি কোল প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০তম গোল করার তালিকায় এগিয়ে রয়েছেন। ৬৫ ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন। তার থেকে একটি ম্যাচ বেশী খেলেছেন এ্যালান শিয়েরার ও তিনটি ম্যাচ বেশী খেলে এই রেকর্ড গড়েছেন আরেক ম্যান ইউ তারকা রুড ফন নিস্তেরলয়। ফার্নান্দো তরেসের সাথে সমান সংখ্যক ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করে চতুর্থ স্থানে রয়েছেন সালাহ।
প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ডের তালিকা :
১. এন্ড্রু কোল (৬৫)
২. এ্যালান শিয়েরার (৬৬)
৩. রুড ফন নিস্তেরলয় (৬৮)
৪. মোহাম্মদ সালাহ (৭২)
৪. ফার্নান্দো তরেস (৭২)
৬. সার্জিও আগুয়েরো (৮১)
৭. থিয়েরি অঁরি (৮৩)
৭. কেভিন ফিলিপস (৮৩)
৯. দিয়েগো কস্তা (৮৫)
১০. লুইস সুয়ারেজ (৮৬)