কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ২০ জানুয়ারি ২০১৯
কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ

ফাইল ছবি

অবশেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া। আগামী মার্চের ৯ তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত বছর ২৯ আগস্ট সর্বশেষ শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচ খেলা হয়েছে নীলফামারীতে। এরপর সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ পায়নি বাংলাদেশ। নতুন বছরের শুরুতেই বলা হয়েছিল ২০১৯ সালে কমপক্ষে দশটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই ধারাবাহিকতায় কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ২০১৯ সাল। সব ঠিকঠাক থাকলে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ম্যাচের আয়োজক কম্বোডিয়া।

তবে বাংলাদেশ কোচ জেমি ডের ইচ্ছাতে আগেই ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের সঙ্গে থাকবে অনূর্ধ্ব ২৩ ফুটবলাররাও। কম্বোডিয়া থেকে ফিরে টোকিও অলিম্পিক বাছাই পর্ব খেলতে বাহরাইন যাবে যুবারা। বাহরাইনের ক্যাম্পের জন্য বিদেশে থাকা ৩ বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার খুঁজে পেয়েছেন হেড কোচ জেমি ডে।

ইংল্যান্ড, ফিনল্যান্ড ও কানাডায় ঘরোয়া লিগ খেলছেন ঐ তিন ফুটবলার। তাদের ভিডিও ফুটেজও দেখেছেন জেমি ডে। সময় সুযোগ বুঝে বাংলাদেশে এনে পরখ করে দেখবে ফেডারেশন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে ফুটবলার চূড়ান্ত করবেন হেড কোচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগে জয় দিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভ সূচনা

প্রিমিয়ার লিগে জয় দিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভ সূচনা

প্রিমিয়ার লিগে জয় দিয়ে আবাহনীর শুভ সূচনা

প্রিমিয়ার লিগে জয় দিয়ে আবাহনীর শুভ সূচনা

অবশেষে চেনা ছন্দে ফিরেলো রিয়াল

অবশেষে চেনা ছন্দে ফিরেলো রিয়াল

অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের কোচ বরখাস্ত

অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের কোচ বরখাস্ত