দুঃসময় কাটিয়ে আবারো চেনা ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে পতনের মিছিলে থাকা দলটি এখন ধাক্কা সামলে উঠছে। স্প্যানিশ লা লিগায় শনিবার সেভিয়াকে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরলো সান্টিয়াগো সোলারির দল। লিগে প্রথম পর্বে তাদের কাছেই ০-৩ গোলে হেরেছিল ফেভারিটরা।
শনিবার সান্টিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জয় তুলে নেয় রিয়াল। কাসেমিরো ও লুকা মডরিচের গোলে হাসি মুখে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
যদিও আরো বড় ব্যবধানেই ম্যাচটা জিততে পারতো রিয়াল। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এখানেও ফিনিশিংয়ের ঘাটতি থেকেই গেল। এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা কেউ আড়াল করতে পারছেন না!
ম্যাচে প্রথম গোলটির জন্য রিয়াল সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। অবশ্য তার আগে ৬৭তম মিনিটে দানি সেবাইয়োসের শট ক্রসবারের চুমু খেয়ে না ফিরলে আগেই এগিয়ে যেতে পারতো তারা। তবে এরপর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর গোলে স্বস্তি খুঁজে পায় রিয়াল ভক্তরা।
মনে হচ্ছিল ১-০ গোলেই জিততে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মডরিচ।
এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয়স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে সেভিয়া। শীর্ষে যথারীতি বার্সেলোনা। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩।