আস্থাহীনতার কারণে জাতীয় নারী ফুটবল দলের কোচ এ্যালেন স্টাজিসিসকে বরখাস্ত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া।
২০১৪ সালে নারী দলের দায়িত্ব নেবার পর অস্ট্রেলিয়াকে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে সফল অবস্থান চতুর্থ স্থানে উন্নীত করার পরও স্টাজিসিসকে বিশ্বকাপের আগেই দল ছেড়ে চলে যেতে হচ্ছে। এ সম্পর্কে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড গ্যালপ বলেছেন, তিনি স্টাজিসিসের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছেন। দলের প্রধান কোচের মূল দায়িত্ব থাকে দলের মধ্যে পরিবর্তন এনে হাই পারফরমেন্স পরিবেশের সাথে মানিয়ে নেয়া। একইসাথে সম্ভাব্য সর্বোচ্চ ফল দলকে উপহার দেয়া। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে দলকে এগিয়ে নেবার জন্য স্টাজিসিস এখন আর যোগ্য ব্যক্তি নন।
চলতি বছর জুন-জুলাইয়ে ফ্রান্সে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রস্তুতিমূলক টুর্নামেন্ট নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনাকে আতিথ্য দিবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে টুর্ণামেন্ট অব নেশন্স শুরু হচ্ছে।
গ্যালপ জানিয়েছে সম্প্রতী এফএফএ’র পরিচালিত একটি গোপনীয় সার্ভেতে দলের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। সেখানে খেলোয়াড় ও স্টাফদের সাথে একান্ত আলাপে বেরিয়ে এসেছে দলের অভ্যন্তরীণ পরিবেশ মোটেই স্বস্তিদায়ক নয়, এখানে পরিবর্তন আবশ্যক। যদিও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।