স্প্যানিশ কাপের শেষ আটে প্রতিপক্ষ হিসেবে গতবার ফাইনাল খেলা সেভিয়াকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিরোনা।
২০১৮ সালের ফাইনালে সেভিয়াকে অবশ্য ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল টানা চার বছরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেগানেসের কাছে একমাত্র গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল। তাদেরে প্রতিপক্ষ জিরোনা আতলেতিকো মাদ্রিদকে টপকে শেষ আটে উঠেছে।
কোপা দেল রে নামে পরিচিত এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের অন্য দুই ম্যাচে প্রতিপক্ষ ভালেন্সিয়া-গেতাফে এবং এস্পানিওল-রিয়াল বেতিস।
লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দলের মধ্যে তিন দলেরই জায়গা হয়েছে শেষ আটে। বাদ পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ ষোলোতে বাদ পড়ার ঘটনা রিয়াল মাদ্রিদের জন্য আপাতত সবচেয়ে ভালো খবর। ১০ বারের কোপা জয়ী অ্যাটলেটিকোকে শেষ ষোলোতে হারিয়ে যে দলটি শেষ আট নিশ্চিত করেছিল সেই জিরোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে সোলারির শিষ্যরা। এই পর্বের ম্যাচও দুই লেগের হওয়ায় দুটো ‘মাদ্রিদ ডার্বি’ দেখা হলো না ফুটবলপ্রেমীদের।
শেষ ষোলোয় লেভান্তেকে হারিয়ে বার্সেলোনা আর লেগানেসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ শেষ আট নিশ্চিত করে। ২৪ জানুয়ারি সেভিয়ার মাঠে প্রথম লেগ গড়াবে। আর ফিরতি লেগ হবে বার্সেলোনার মাঠে, ৩১ জানুয়ারি। এদিকে ২৫ জানুয়ারি রিয়ালের মাঠে প্রথম লেগ। ফিরতি লেগ জিরোনার মাঠে একই মাসের ৩১ তারিখে। অন্য দুটো সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ গেটাফে, রিয়েল বেটিসের প্রতিপক্ষ এস্পানিওল।