ইতালিয়ান সুপার কাপের ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলে শিরোপা ঘরে তুললো ইউভেন্তুস। সৌদি আরবের জেদ্দায় কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারায় ইউভেন্তুস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকলেও এসি মিলানের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারছিল না ইউভেন্তুস। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৬১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউভেন্তুস। ডি-বক্সে নেওয়া মিরালেম পিয়ানিচের শট হেডে জালে জড়ান রোনালদো। এই নিয়ে ইউভেন্তুসের হয়ে তার গোল দাঁড়াল ২৬ ম্যাচ ১৬টি। ফলে এই নিয়ে সর্বোচ্চ আটবার ইতালিয়ান সুপার কাপ জিতল তুরিনের ক্লাবটি।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো বলেন, “এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। অনেক উত্তেজনাপূর্ণ। আর এই কন্ডিশনে খেলাও কঠিন ছিল।”
“আমার ইচ্ছা ছিল একটা শিরোপা দিয়ে ২০১৯ সালটা শুরু করা। ইউভেন্তুসের প্রথম শিরোপার দেখা পেলাম। আমি অনেক খুশি।”
“এটা কেবল শুরু। আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আমরা শিরোপাটি জিতলাম। এখন পরের শিরোপার জন্য আমাদেরকে অবশ্যই কঠিন পরিশ্রম চালিয়ে যেতে হবে।”
“সেরি আ সবসময় ইউভেন্তুসের প্রধান লক্ষ্য। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। তবে এটা অনেক লম্বা প্রতিযোগিতা। এটা অনেক কঠিন হবে। তাই আমাদের পরিশ্রমও চালিয়ে যেতে হবে।”