পর্তুগাল তারকা রোনালদোর গোলে আবারও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করলো রিয়াল মাদ্রিদ। গ্রেমিওকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দুইবার এ শিরোপা জয়ের রেকর্ড গড়লো জিনেদিন জিদানের দল।
শনিবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাবটিকে ১-০ গোলে হারায় রিয়াল। খেলায় অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি একের পর এক আক্রমণ করে দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলের দেখা পায় ক্লাবটি।
গত বছর ডিসেম্বরে জাপানে স্বাগতিক দল কাশিমা অ্যান্টলার্সকে ফাইনালে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। তৃতীয়বার ক্লাব বিশ্বকাপ জিতে বার্সেলোনার রেকর্ড স্পর্শ করলো স্পেনের সফলতম ক্লাবটি।
বিরতির খানিক আগে অনেক দূর থেকে রোনালদোর দারুণ একটি ফ্রি-কিক ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে।
পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোনালদো ডি-বক্সের পাঁচ গজ দূরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় ইউরোপ চ্যাম্পিয়নরা। পাঁচবারের বর্ষসেরা তারকার নেওয়া শট সামনের রক্ষণ প্রাচীরের মধ্যে দিয়ে গিয়ে এক ড্রপে জালে জড়ায়। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এ নিয়ে সাতটি গোল করলেন।
চলতি মৌসুমে তৃতীয় আর ২০১৭ সালে রিয়ালের এটা পঞ্চম শিরোপা। এ বছর এর আগে জিতেছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। ২০১৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া জিদানের অধীনে সব মিলিয়ে রিয়ালের এটা অষ্টম শিরোপা।