অ্যাথলেটিকো ছাড়তে পারবেন গ্রিজম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭
অ্যাথলেটিকো ছাড়তে পারবেন গ্রিজম্যান

ট্রান্সফার মার্কেটে আগামীতে ক্লাব ছাড়ার ইচ্ছা থাকলে ফ্রান্সের তারকা খেলোয়াড় অ্যান্তোনি গ্রিজম্যানকে অনুমতি দেয়া হবে। অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, যেভাবে কস্তা ও তুরান ক্লাব ছাড়ার অনুমতি পেয়েছিল, ঠিক সেভাবেই ক্লাব ছাড়তে পারবে গ্রিজম্যান।

তিনি আরও বলেন, ‘যদি কোনো খেলোয়াড় আমার কাছে এসে বলে, কোচ, একটি নির্দিষ্ট টিমের হয়ে আজীবন খেলার সুযোগ পেয়েছি, আমি চলে যেতে চাই। যদি সে আমার জন্য সম্ভাব্য সব কিছু করে যেমনটা গ্রিজম্যান করেছে, তাহলে আমি বলবো কোনো সমস্যা নেই। আমি জানি তার আরও পরিণত হওয়া প্রয়োজন।’

২০১৪ রিয়াল সোসিয়াদাদ ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজম্যান। ২০২২ সালের জুনে অ্যাতলেতিকোর সঙ্গে গ্রিজম্যানের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত এ দু’টি স্প্যানিশ ক্লাবের হয়েই খেলেছেন। গত চার বছরে দলের হয়ে ১২৩ ম্যাচে ৬৫ গোল করেছেন স্ট্রাইকার গ্রিজম্যান।

এদিকে তাকে পাবার জন্য উঠে-পড়ে লেগেছে ইউরোপিয়ান জায়ান্টরা। এর মধ্যে আছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনাও। এখন তিনি নতুন অভিজ্ঞতা নেবেন কিনা তা সময়েই বলে দেবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফেঁসে যেতে পারেন মরিনহো

ফেঁসে যেতে পারেন মরিনহো

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

মেসিকে পিছনে ফেললেন রোনালদো

মেসিকে পিছনে ফেললেন রোনালদো

জার্মানীর প্রত্যেক ফুটবলারের জন্য সাড়ে ৩ লাখ ইউরো

জার্মানীর প্রত্যেক ফুটবলারের জন্য সাড়ে ৩ লাখ ইউরো