রিয়ালের রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯
রিয়ালের রোমাঞ্চকর জয়

লা লিগায় আবারও হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে দানি সেবাইয়োসের শেষ দিকের গোলে রিয়াল বেতিসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে প্রতিযোগিতার সফলতম দলটি।

স্পেনের শীর্ষ লিগে রোববার রাতে ২-১ গোলে জেতে মাদ্রিদের ক্লাবটি। লুকা মদ্রিচের গোলে রিয়াল শুরুতে এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিলেন সের্হিও কানালেস। লিগে দুই ম্যাচ পর জয়ের দখা পেল সান্তিয়াগো সোলারির দল। এ বছরে লা লিগায় এটা তাদের প্রথম জয়।

গত ৩ জানুয়ারি লিগে ভিয়ারিয়ালের মাঠে ২-২ ড্রয়ের তিন দিন পর রিয়াল সোসিয়েদাদের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল সোলারির দল। অবশ্য গত বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারায় মাদ্রিদের ক্লাবটি।

লিগে বছরের প্রথম দুই ম্যাচে জয়শূন্য রিয়ালকে বেতিসের বিপক্ষে পুরো ম্যাচে বল পেতে কঠিন লড়াই করতে হলো। তবে এরই মাঝে শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ইউরোপ চ্যাম্পিয়নরা।
ত্রয়োদশ মিনিটে দানি কারভাহালের শট এক জনের পায়ে লেগে বল মদ্রিচের পায়ে গিয়ে পড়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন ২০১৮ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার ও ব্যালন ডি’অর জয়ী।

বল দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করে রিয়াল। স্প্যানিশ কাপে লেগানেসের বিপক্ষে একটি করে গোল করা ও করানো ভিনিসিউস জুনিয়র এ সময়ে দুবার ভালো জায়গায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় বেতিস। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ৬৭তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের টোকায় আগুয়ান গোলরক্ষক কেইলর নাভাসের দুপায়ের ফাঁক দিয়ে জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও কানালেস।

৮৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সেবাইয়োস। রক্ষণপ্রাচীরের উপর দিয়ে বল এক ড্রপে ভিতরে ঢোকে।
১৯ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।

লুইস সুয়ারেসের জোড়া ও লিওনেল মেসির এক গোলে এইবারকে ৩-০ ব্যবধানে হারানো বার্সেলোনা ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। লেভান্তেকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-০ গোলে হারা সেভিয়ার পয়েন্টও রিয়ালের সমান ৩৩। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

পাঁচ নম্বরে নেমে যাওয়া আলাভেসের পয়েন্ট ৩২।



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনার করাতে হবে অস্ত্রোপচার

ম্যারাডোনার করাতে হবে অস্ত্রোপচার

টানা দুই হারের পর জয়ের দেখা লিভারপুলের

টানা দুই হারের পর জয়ের দেখা লিভারপুলের

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

মেসি-সুয়ারেসবিহীন ম্যাচে হারলো বার্সা

মেসি-সুয়ারেসবিহীন ম্যাচে হারলো বার্সা