দুই পেনাল্টিতে কপাল পুড়ল নেইমারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯
দুই পেনাল্টিতে কপাল পুড়ল নেইমারদের

ফ্রেঞ্চ লিগ কাপে গেল পাঁচ আসরের চ্যাম্পিয়ন ছিল প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। টানা ৪৪ ম্যাচে অপরাজিত দলটিকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গুইগাম্প। বুধবার কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের পর মাঠ ছাড়তে হলো ফ্রেঞ্চ সুপার জায়ান্টদের।

পিএসজি’র ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে প্রথমার্ধে কোনো পক্ষই গোল পায়নি। প্যারিসের দলটির সবচেয়ে বড় তারকা নেইমার এদিন গোল করলেও শেষ পর্যন্ত হারের লজ্জা পেতে হয়।
ম্যাচের ৬১তম মিনিটে শক্তিশালী হেডে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যদিও ৮১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরে সফরকারীরা। গুইগাম্পের হয়ে গোলটি করে কংগোর উইঙ্গার ইয়েনি এনগিবাকোতো। এতে জমে ওঠে ম্যাচ।

নির্ধারিত সময় শেষ হবার অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় ফের পেনাল্টি পায় গুইগাম্প। শেষ পর্যন্ত হতাশ করেন পিএসজির গোলকিপার আলফোনসে আরিওলা। ফ্রেঞ্চ কিংবদন্তি লিলিয়ান থুরামের ছেলে মার্কস থুরামের স্পটকিকে গোল পায় গুইগাম্প। এতে ফ্রেঞ্চ লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে তলায় থাকা দলটি।

সব শেষ ২০১৪ সালের ২২ জানুয়ারি মন্টপিলিয়েরের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছিল পিএসজিকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার মার্টিনোকে কোচ নিয়োগ দিল মেক্সিকো

আর্জেন্টিনার মার্টিনোকে কোচ নিয়োগ দিল মেক্সিকো

টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক

টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক

টানা দ্বিতীয়বার আফ্রিকান বর্ষসেরা সালাহ

টানা দ্বিতীয়বার আফ্রিকান বর্ষসেরা সালাহ

কী ঘটতে যাচ্ছে কোম্পানির ভাগ্যে?

কী ঘটতে যাচ্ছে কোম্পানির ভাগ্যে?