ম্যাচের শুরু থেকে শেষ, বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। বার্সেলোনার আক্রমণে ধার বেশি থাকলেও সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
রক্ষণাত্মক খেললেও গেটাফে যতবার আক্রমণে উঠেছে ততবারই বার্সেলোনার বুকের ধুকপুকানি বেড়েছে। নিজেদের মাঠে গেটাফে সমর্থকদের বুকে প্রথম ছুরি চালান মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন গোলমেশিনের গোলে এগিয়ে যায় ভালভার্দের শিষ্যরা।
২০তম মিনিটে গেটাফের ফাঁকা জালে বল জড়াতে কোনো সমস্যাই হয়নি সাবেক ব্যালন ডি অর জয়ী এই তারকার। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। এরপর ফের সুযোগ পায় অতিথিরা। এবার গেটাফের ত্রাতা তাদের গোলরক্ষক। পিকের শট দুর্দান্ত ভাবে আটকে দেন তিনি। প্রথমার্ধেই আরও বার কয়েক সুযোগ হাতছাড়া করেন মেসি-সুয়ারেজরা।
বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে সুয়ারেজের গোলে। প্রথমার্ধে ৩৯তম মিনিটে সুয়ারেজের ভলিতে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান কমাতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকেরা। ৪৩তম মিনিটে মাতার গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় গেটাফে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল মিসের উৎসবে মেতে ওঠে।
৬৭তম মিনিটে টের স্টেগানকে একা পেয়েও গোল দিতে ব্যর্থ হন মাতা। এর আগে গেটাফের হয়ে একবার সুযোগ হাতছাড়া করেন আন্তুনোস। ৭৬তম মিনিটে মাতার মতোই গেটাফের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মেসি।