পাকস্থলীতে রক্তক্ষরণজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি আছেন সাবেক তারকা ফুটবলার ম্যারাডোনার। তবে তিনি সুস্থ আছেন বলে ভক্তদের বার্তা পাঠিয়েছেন।
পাকস্থলীতে রক্তক্ষরণজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া মারাদোনার সুস্থ থাকার কথা নিশ্চিত করেন তার মেয়ে দালমা। বুয়েনস আইরেসে ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলারের ‘রুটিন মেডিকেল চেকআপের’ সময় পাকস্থলীর ওই সমস্যা ধরা পড়েছিল।
মারাদোনা ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে বার্তা পাঠিয়ে জানান তিনি, নাতি ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।
“অনুপ্রেরণাদায়ী বার্তা পাঠানোর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।”
“অকারণে আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি আপনাদের বলতে চাই-আমার কিছুই হয়নি। আমি ভালো আছি।”
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মারাদোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচ হিসেবে আছেন।
গত জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জেতা ম্যাচের সময়ও অসুস্থ হয়ে পড়ায় মারাদোনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।