ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ডার্বির আগ মুহূর্তে ইউনাইটেড কোচ হোসে মরিনহোর মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তার ওই ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য ফেঁসে যেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো।
গত সপ্তাহের শেষ ভাগে অনুষ্ঠিত ডার্বিতে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে জয়লাভ করে। ডার্বি পূর্ব চূড়ান্ত সংবাদ সম্মেলনে মরিনহো সিটির খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তারা শুধু ডাইভ’ই দেয়। তাদেরকে ধারাশায়ী করার জন্য শুধুমাত্র একটু দমকা হাওয়াই যথেষ্ট।’
তিনি সিটি কোচ পেপ গার্দিওলার প্রতিও প্রশ্ন রেখেছেন, তিনি কারাগারে থাকা কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমেই যুদ্ধে লিপ্ত হবেন কিনা। বলেছেন ‘এমন ধরনের কাজ তিনি করতেন না।’
এফএ’র একজন মুখপাত্র টুইট বার্তায় বলেছেন, ‘আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৬টার মধ্যেই এ বিষয়ে তাকে (হোসে মরিনোহ) জবাব দিতে হবে।’
এদিকে ইতোমধ্যে ওল্ড ট্রাফোর্ডে গত সোমবার অনুষ্ঠিত ম্যাচে বিশৃংখলায় পরিবেশ নষ্ট হওয়ার ঘটনার তদন্ত চালাচ্ছে এফএ। মূলত সিটির বিজয় উদযাপনের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মরিনহোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়েছে।
ওই ঘটনার বিষয়ে নিজ নিজ পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেয়ার জন্য ক্লাব দুটিকে নির্দেশ দিয়েছে এফএ। ওই হারের ফলে লিগে ম্যান সিটি থেকে ১১ পয়েন্টে পিছিয়ে পড়েছে ইউনাইটেড। এর পরের ম্যাচে বুধবার অবশ্য বার্নমাউথকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মরিনহোর শিষ্যরা। যারা রোববার ওয়েস্ট ব্রুমউইচ আলবিওন সফর করবে।