হেরেও ম্যানিসিটির সমমান ভাবছেন লিভারপুলের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯
হেরেও ম্যানিসিটির সমমান ভাবছেন লিভারপুলের কোচ

চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে যাবার পরও লিভারপুলকে তাদের সমমানের দল বলে উল্লেখ করেছেন ক্লাবটির প্রধান কোচ জার্গেন ক্লপ।

চলতি লিগ মৌসুমে ওই হারটিই লিভারপুলের প্রথম পরাজয়। তারপরও টেবিলে এখনো সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে শীর্ষ ক্লাবটি। গত মৌসুমে সিটিকে তিনবার হারিয়েছিল রেডসরা। ক্লপের বিশ্বাস, তার দলটি এখন যথেষ্ট পরিণত।

কোচ জার্গেন ক্লপ বলেন, ‘সত্যিকার অর্থে বলতে গেলে আমি যখন এখানে আসি তখন লিভারপুল কোন মানদণ্ডেই সিটির সমতায় ছিল না। যদিও আমরা কয়েকটি ম্যাচে জয় পেয়েছিলাম। বিশেষ করে পেপ গার্দিওলার আমলে, তারপরও ওইসব ম্যাচে তুলনামূলক ভালো অবস্থায় ছিল সিটি।’

জার্মান এ কোচ বলেন, ‘আমরা শুধু বেশি গোল করেছি মাত্র। কিন্তু সবগুলো ম্যাচেই বলের পজিশনের অনুপাত ছিল কমপক্ষে ৬০:৪০। তারপরও আমরা জয়লাভ করেছিলাম। এখন সেই অনুপাত কমে ৫০:৫০ এ দাঁড়িয়েছে। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আমাদের ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটি ছির অসাধারণ। কিন্তু বেশিরভাগ সময়ে আমরা বেশ চাপে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘তবে এই ম্যাচটি (সর্বশেষ লিগ ম্যাচ) ছিল সবার কাছেই আলাদা। আমরা বেশ ভালো খেলেছি। সিটিতে গিয়ে এ্যাওয়ে ম্যাচ খেলাটা যে সবচেয়ে কঠিন, সেটি এই মুহূর্তে নিশ্চয় বুঝতে পারছেন। হ্যাঁ, ম্যাচে আমরা ২-১ গোলে পরাজিত হয়েছি। তবে সেটি যদি ড্র হতো, কিংবা ভাগ্য কিছুটা সহায় করলে আমরা যদি জয়লাভ করতাম, তাহলে কেউ অন্তত বিষ্মিত হতো না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

৬ রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে

৬ রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে

ফের হাসপাতালে ম্যারাডোনা

ফের হাসপাতালে ম্যারাডোনা

গার্দিওলাকে সতর্ক করলো এফএ

গার্দিওলাকে সতর্ক করলো এফএ