কোচ নয়, খেলোয়াড় হিসেবে থাকছেন সাবিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯
কোচ নয়, খেলোয়াড় হিসেবে থাকছেন সাবিনা

ফাইল ফটো

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এক সাথে খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার কোচের দায়িত্ব থেকে তাকে অব্যহতি দিয়েছেন।

প্রতিবছর পারফরমেন্সের ওপরে ভিত্তি করেই প্রতি বছরের জন্য কোচদের সঙ্গে চুক্তি করে থাকে বাফুফে। বছর শেষে মূল্যায়ন করে হয় নতুন বছরের চুক্তি। নতুন বছরে সাবিনার সঙ্গে চুক্তি না হওয়ার কারণ অবশ্য ভিন্ন। খেলার সঙ্গে কোচিংয়ের দায়িত্ব পালন করাটা বেশ কঠিনই হয়ে পড়ছিল তাঁর জন্য।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী, এএফসি-স্বীকৃত টুর্নামেন্টে সব দলে একজন সহকারী মহিলা কোচ থাকতেই হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জন্য তাই বাফুফে কোচ হিসেবে মনোনীত করেছিল সাবিনাকে। ২০১৭ সালের জুনে বাংলাদেশ দলের জাপান সফরের প্রস্তুতি ম্যাচে কোচ সাবিনার অভিষেক হয়। খেলার মধ্যেই সেরে নিয়েছেন এএফসি ‘সি’ ও ‘বি’ কোর্স।

এবিষয়ে সাবিনা খাতুন বলেন,‘কোচের পদে থাকায় পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছিল। তাই খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমাকে। বিষয়টি আমার কাছে ইতিবাচক।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো