৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

২০২২ সালের কাতার বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮ এ করার বিষয়টি এখনো বাতিল করে দেননি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে বিডে পরাজিত করে কাতার পরবর্তী ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। ১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল।

কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দল ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যপারে সিদ্ধান্ত হয়। মূলত প্রস্তাবটি ছিল ইনফানতিনোর, বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কার্যনির্বাহী পরিষদ তাতে সর্বসম্মতি জানিয়েছে।

এ সম্পর্কে ইনফানতিনো বলেছেন, কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিবে। অবশ্যই তা যদি ৪৮’এ উন্নীত হয় তবে পুরো বিশ্বই খুশী হবে। আমরা চেষ্টা চালাচ্ছি। সবাই যদি বিষয়টি পছন্দ করে তবে চার বছর আগে নয় কেন।

ইতোমধ্যেই যেহেতু ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এখনই যদি আমরা কাতারের প্রতিবেশী কিছু দেশকে এর সাথে সম্পৃক্ত করি তবে সেখানে কয়েকটি ম্যাচ আয়োজিত হতে পারে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

নাবিলকে রিয়ালের প্রস্তাব

নাবিলকে রিয়ালের প্রস্তাব