ইরানে প্রথমবারের মত নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সর্ববৃহৎ স্টেডিয়ামে তেহরান আজাদী স্টেডিয়ামে প্রথমবারের মত নারীদের একটি ফুটবল ম্যাচ আয়োজিত হবে বলে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ সূত্রে জানা গেছে।
২০২০ টোকিও অলিম্পিকের রান-আপ হিসেবে রাশিয়ার বিপক্ষে ইরান জাতীয় নারী দলের প্রীতি ম্যাচটি দেশের জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশন প্রধান মেহদী তাজ বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ম্যাচটি উপভোগের জন্য শুধুমাত্র নারী দর্শকরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। যদিও ম্যাচটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর নারীদের খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সম্প্রতি বেশ কিছু আইনের শীথিলতায় ইরানের নারীরা বিভিন্ন ক্রীড়া আসরে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। নভেম্বরে ইরানের পারসেপোলিস এফসি ও জাপানের কাশিমা আন্টলারসের মধ্যকার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি উপভোগের জন্য প্রায় সাড়ে আটশত নারী সমর্থক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিল।
যদিও নারীদের বসার জন্য পৃথক স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল। বিপত্তি এড়ানোর জন্য ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে নারীদের প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেয়া হয়েছিল। জুনে আজাদী স্টেডিয়ামে ইরানের বিশ্বকাপ ম্যাচ বড় পর্দায় উপভোগের জন্য কিছু নারীকে অনুমতি দেয়া হয়েছিল।
২০০১ সালে সর্বপ্রথম বিশ্বকাপ বাছাইর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছু আইরিশ নারী সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন। কিন্তু ইরানের নারীদের এজন্য আরো চার বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০০৫ সালের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে ম্যাচে অল্প কিছু নারী সমর্থক ম্যাচটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।