ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮
ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী জুভেন্টাসের বর্তমান তারকা চলতি বছর এ পদক জিততে পারেননি। এ মৌসুমে ফিফা ও উয়েফার বর্ষসেরা পুরস্কারও জয় করতে পারেননি রোনালদো।

ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ ফুটবলের রানার্সআপ পুরস্কার পাওয়া তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মড্রিচ জিতে নিয়েছেন এবারের সব ক’টি খেতাব। পর্তুগালের ক্রীড়া বিষয়ক দৈনিক রেকর্ডকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্যক্তিগত পদকের জন্য আমি লালায়িত নই। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে জয়ী করার মাধ্যমে শিরোপা এনে দেয়া। স্বাভাবিকভাবে বাকি পুরস্কার এমনিতেই চলে আসবে।’

রোনালদো বলেন, ‘সব সময় জয়ের রেকর্ড গড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাকে খেলতে হবে দলকে সহায়তার জন্য। সে জন্য নিজের সেরাটা দিতে হবে। এই মুহূর্তে আমার শারীরিক, কৌশলগত এবং মানষিক অবস্থা বেশ ভালো পর্যায়ে রয়েছে। জয়ের মাধ্যমে সেটি আরও শানিত হবে। সুতরাং আমাকে শীর্ষস্থান ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে।’

জুভেন্টাসের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য পর্তুগালের হয়ে নেশন্স লিগ কাপ ম্যাচে অংশগ্রহণ থেকে বিরত থাকা রোনালদো বলেন, ২০১৯ সালে জাতীয় দলের কোচের বিষয়টি নিষ্পত্তি হবে বলে ধারণা করছেন। আগামী জুনে নেশন্স লিগের উদ্বোধনী আসরের ফাইনাল ম্যাচের আয়োজক পর্তুগাল। যারা সেমি-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে সুইজারল্যান্ডের।

সদীর্ঘ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে ২০০৯ সালের ‘বিরক্তিকর’ ধর্ষণের অভিযোগটি নাকচ করে দিয়ে রোনালদো বলেন, তিনি নিশ্চিত অচিরেই এ বিষয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নাবিলকে রিয়ালের প্রস্তাব

নাবিলকে রিয়ালের প্রস্তাব

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

অসৎ পন্থায় পেনাল্টি আদায়, শাস্তি পাচ্ছেন না সালাহ

অসৎ পন্থায় পেনাল্টি আদায়, শাস্তি পাচ্ছেন না সালাহ

ইউনাইটেডে যাওয়ার খবর উড়িয়ে দিলেন আলেগ্রি

ইউনাইটেডে যাওয়ার খবর উড়িয়ে দিলেন আলেগ্রি