শিরোপা ঘরে তুললো রংপুর বিভাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮
শিরোপা ঘরে তুললো রংপুর বিভাগ

রাজশাহী বিভাগকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলের শিরোপা জয় করেছে রংপুর বিভাগ। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রংপুর ২-১ গোলে হারায় রাজশাহীকে।

ফুটবলের সোনলী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে জাতির পিতার নামানুসারে দেশব্যাপী এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে নক আউট পর্বের এই টুর্নামেন্টটি শেষ হয়েছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

গত সেপ্টেম্বরে নেত্রকোনা জেলার বারহাট্টার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট। আসরে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। ওই পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল লাভ করেছে ট্রফিসহ অর্থ পুরস্কার। সেখানে পুরস্কৃত করা হয়েছে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশের ৫৫০০টি স্কুলের ১,২৫,০০০ ফুটবলার এতে অংশ নিয়েছে।

এই টুর্নামেন্টের মাধ্যমে ৪০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। যাদেরকে পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এদের মধ্যে থেকে আবার চার জন খেলোয়াড়কে বাছাই করে উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানোর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপের ফাইনাল রোববার

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপের ফাইনাল রোববার

আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

সাইপ্রাসের সাথে শোচনীয় হার বাংলাদেশের

সাইপ্রাসের সাথে শোচনীয় হার বাংলাদেশের

ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছে ১.১২ বিলিয়ন দর্শক

ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছে ১.১২ বিলিয়ন দর্শক