ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী পেলের কাছ থেকে ‘জন্মদিনের শুভেচ্ছা’ পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ২০ বছরে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার এ শুভেচ্ছা বার্তান পান ফরাসি আন্তর্জাতিক।
টুইটারের মাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তাটি পেলে লিখেছেন ইংরেজি পুর্তগীজ ভাষায়। এতে পেলে লিখেছেন, ‘শুধুমাত্র বৈশিষ্ট্যমন্ডিত মেধাবীরাই অল্প বয়সে সেটি প্রকাশ করতে পারে। মাত্র ২০ তম জন্মদিন পালন করছে এমবাপ্পে। সামনে কি ঘটবে সেটি ভেবেই আমি রোমঞ্চিত।’
চলতি বছর বছর রাশিয়া বিশ্বকাপের চার গোল করেছিলেন ফ্রান্সের এ ফরোয়ার্ড। তন্মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিল একটি গোল। ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে জয় নিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে। ওই গোলের সুবাদে দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার বিরল রেকর্ডে জায়গা পেয়ে যায় ফ্রান্স। এর আগে পেলে ১৯৫৮ বিশ্বকাপে এমন ঘটনার জন্ম দিয়েছিলেন।
৭৮ বছর বয়সি পেলে ওই ঘটনায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকাকে বার বার শুভকামনা জানিয়েছিলেন টুইট বার্তায়। চলতি মাসের শুরুতে ফুলহা দি সাও পাওলো পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারেও ফরাসি উদীয়মান তুর্কীর প্রশংসা করেছিলেন পেলে। যিনি ১৭ বছর বয়সে জয় করেছিলেন বিশ্বকাপের শিরোপা।
জন্মদিনে পেলের শুভেচ্ছায় সিক্ত এমবাপ্পে
স্পোর্টসমেইল২৪
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮
বিষয়ঃ
শেয়ার করুন :