শীর্ষে বেলজিয়াম, বাংলাদেশ অপরিবর্তিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮
শীর্ষে বেলজিয়াম, বাংলাদেশ অপরিবর্তিত

ফিফার নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। ১৭২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। আর ১৭২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

ফিফা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে চতুর্থ স্থানে। বাকিদের অবস্থান মোটামুটি একই রয়েছে। উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালে ওঠা ইংল্যান্ড ও পর্তুগাল রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক রয়েছে শীর্ষ দশে। 

র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে থেকে নতুন বছর শুরু করতে হবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১১), জার্মানি (১৬) ও ইতালিকে (১৮)।

এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে ২৯ নম্বরে থাকা ইরান। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার আছে ৯৩ নম্বরে।

অন্যদিকে, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৯০৭ পয়েন্ট নিয়ে ১৯২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাড়ি বিক্রি করছেন রোনালদো

বাড়ি বিক্রি করছেন রোনালদো

ব্যর্থতার দায়ে চাকরি হারালেন ম্যানচেস্টারের কোচ

ব্যর্থতার দায়ে চাকরি হারালেন ম্যানচেস্টারের কোচ

নেইমারকে 'নাটক' না করার উপদেশ

নেইমারকে 'নাটক' না করার উপদেশ

শুনানিতে উপস্থিত না হয়ে ফের ফাঁসলেন রোনালদো

শুনানিতে উপস্থিত না হয়ে ফের ফাঁসলেন রোনালদো