রিয়াল মাদ্রিদের বাঁধা টপকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খেলতে পারবে বলে আশাবাদী কোচ উনাই এমেরি।
‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলতা জায়গা করে নেয়া সত্ত্বেও লিগ ওয়ানের এই জায়ান্টরা ইউরো টুর্নামেন্টের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরকেই।
গত আসরে এই শেষ ষোলর লড়াইয়ে বার্সেলোনার কাছে হেরে বিদায় নিয়েছিল পিএসজি। এমেরির মতে এবারও একই রকম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাদের। বলেন, ‘আমার মতে এটি ছিল দারুন একটি ড্র। মনে হয় আমরা রিয়ালের সঙ্গে পাল্লা দিতে পারবো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠ কিছু পেতে হলে আপনাকে সেরা দলটিকেই হারাতে হবে। এ রকম দলের বিপক্ষে খেলাটা শেষ ষোলর লড়াইয়ে হবে দারুণ একটি মুহূর্ত।’
‘আমরা কেমন সেটি আমাদেরকেই প্রমাণ করতে হবে। দেখাতে হবে আমাদের কৌশল ও মেধা। বিশেষ করে মেধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’