উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর চলতি আসরে এ পর্যন্ত সর্বোচ্চ গোল দাতার আসনে আছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোভস্কি।
উভয়েরই গোল সংখ্যা ৬। আর পাঁচটি করে গোল নিয়ে পরের স্থানে আছেন পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার, রোমার ডেকো এবং পোর্তো তারকা মারেগা।
এছাড়া চারটি করে গোল নিয়ে তৃতীয় অবস্থানে আছেন জুভেন্টাসের দিবালা, অ্যাটলেটিকো মাদ্রিদের গ্রিজম্যান, বরুশিয়া ডর্টমুন্ডের গুয়েরেরো, ইন্টার মিলানের ইকার্ডি, টোটেনহ্যামের হ্যারি কেন ও হোফেনহেইমের কারামারিচ।
আসরে তিনটি করে গোল করা ফুটবলাররা হলেন- গ্যারেথ বেল ও করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), এল ডি জং (পিএসভি আইন্দোভেইন), করনেট (লিওঁ), জেসুস ও সিলভা (ম্যানচেস্টার সিটি), ইনসিগনে ও মার্টেন্স (নেপোলি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), মোহাম্মদ সালাহ (লিভারপুল), টেডিক (অয়ক্স) ও ভ্লাসিক (সিএসকেএ মস্কো)।