সব পক্ষের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচে অংশ নেবে না বার্সেলোনা। মিয়ামিতে ম্যাচ খেলার আগ্রহ থেকে সরে এসেছে কাতালান জয়ান্টরা। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
২৯ জানুয়ারি জিরোনার বিপক্ষে লা লিগার একটি ম্যাচে অংশগ্রহণের কথা ছিল মেসির বার্সার। তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), স্প্যানিশ প্রফেশনাল ফুটবলার্স এসোসিয়েশন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, ‘মিয়ামিতে এফসি জিরোনার বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে একমত হয়েছে ক্লাবের পরিচালনা পরিষদ। লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার প্রস্তাবে সম্মত হয়েছিল বার্সেলোনা। প্রত্যাশা ছিল ওই ম্যাচ থেকে অর্জিত অর্থ প্রিমেরা ডিভিশন ও সেগুন্দা ডিভিশনের ক্লাবগুলোর মধ্যে বন্টন করা হবে।’
এর আগে মিয়ামিতে খেলার বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তিতে সম্মতও হয়েছিল ক্লাব দু’টি। হার্ড রক স্টেডিয়ামে ওই ম্যাচে অংশগ্রহণের অনুমতি চেয়ে ওই প্রস্তাবনার কপি পাঠানো হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। যাতে ইতিবাচক সম্মতি দেয়নি ফেডারেশন।