৩১ বছর বয়সি মেসি ব্যালন ডি’অঁরের ৫টি খেতাব জয় করেছেন। বার্সেলোনার ফুল ব্যাক জর্ডি আলবার মতে, লিওনেল মেসির বিষয়ে সাবেক কিংবদন্তী পেলের সমালোচনাই প্রমাণ করে ব্যালন ডি’অর ‘মিথ্যা’।
গত মৌসুমের ব্যালন ডি’অর পুরস্কার পাননি মেসি। সেটি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয় তারকা লুকা মড্রিচ। আর এর জবাব তিনি দিয়েছেন শনিবার ময়দানি লড়াইয়ে। এস্পানিওলের বিপক্ষে নগর ডার্বিতে বার্সেলোনার ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে ফ্রি কিক থেকে দুটি দৃষ্টিনন্দন যাদুকরী গোল উপহার দিয়েছেন মেসি। ম্যাচে আরেকটি গোলের যোগানও দিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার।
আলবার মতে, মেসি যে বিশ্ব সেরা সে বিষয়ে কোন সন্দেহ নেই। মেসিকে নিয়ে পেলের সমালোচনাকেও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের বলেন, ‘ব্যালন ডি’অঁর ‘মিথ্যা’। সেখানে অনেক ক্লাব ও সংবাদ মাধ্যমের প্ররোচনা রয়েছে। সবাই জানে মেসি হচ্ছেন বিশ্বের সেরা ফুটবলার। যেটি পেলে ভালোভাবে দেখতে পাননি। তিনি যদি মেসির দিকে তাকান তাহলে দেখবেন তার মধ্যে (শ্রেষ্ঠত্বের) সব বৈশিষ্ট্য বিদ্যমান।’
বার্সেলোনা কিংবদন্তী চার্লস পুয়েলও মেসির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘বিশ্ব সেরা কে তা সবার কাছে পরিষ্কার। কারো কি মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ আছে? তাহলে ব্যক্তিগত পুরস্কারের দরকার নেই।’
এস্পানিওলের বিপক্ষে শনিবারের ওই দুই গোলের সুবাদে চলতি মৌসুমে সব ধরনের খেলায় মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে।