পিএসজিকে আবারও রক্ষা করলেন কাভানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮
পিএসজিকে আবারও রক্ষা করলেন কাভানি

প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) আবারও পরাজয়ের হাত থেকে রক্ষা করার পাশাপাশি একটি মূল্যবান পয়েন্ট এনে দিলেন এডিনসন কাভানি। বুধবার স্ট্রাসবার্গে অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

স্তাদে ডি মেইনাওয়ে ইনজুরিতে থাকা তারকা ফুটবলার নেইমারকে ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় নেমে ৭১তম মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। এর আগে বিরতিতে যাবার চার মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক স্ট্রাসবার্গকে লিড এনে দেন কেনি লালা। এ ড্রয়ের ফলে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রেখেছে প্যারিসের জায়ান্টরা।

খেলা শেষে স্ট্রাসবার্গ কোচ থিয়েরি লরি বলেন, ‘আমরা সামিয়কভাবে সংগ্রাম করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের দুর্দান্ত আক্রমণভাগের সামনে নিজেদের আগলে রাখতে সক্ষম হয়েছি। পুরো খেলা জুড়ে তারা আধিপত্য বিস্তার করলেও একবারের জন্যও আমরা বড় ঝুকিতে পড়িনি।’

এদিকে গত সপ্তাহের শেষ ভাগে বর্দুর সঙ্গেও ড্র করেছে থমাস টাসেলের পরাক্রমশালী পিএসজি। বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য অংশ নেননি তাদের অন্য দুই তারকা কিলিয়ান এমবাপে ও থিয়াগো সিলভা। তাদেরকেও বিশ্রাম দিয়েছিলেন কোচ।

এ ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা লিলির সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার অনুষ্টিত লিগের অন্য ম্যাচে ডিজন ২-১ গোলে গিংগ্যাম্পকে, রেনেস ২-০ গোলে লিঁয়কে, টুয়ালোস ১-০ গোলে রেইমসকে এবং নিমেস ২-১ গোলে কেইনকে পরাজিত করেছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোকে ছাড়ালেন মেসি

রোনালদোকে ছাড়ালেন মেসি

ব্রাজিল যাচ্ছে বাংলাদেশি চার কিশোর ফুটবলার

ব্রাজিল যাচ্ছে বাংলাদেশি চার কিশোর ফুটবলার

২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত

২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত

ফের ইনজুরিতে নেইমার

ফের ইনজুরিতে নেইমার