২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৮
২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত

২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। রোববার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হওয়া এ ড্রয়ে ইউরোপের ৫৫টি দলকে ১০টি গ্রুপে ভাগ করা হয়েছে। ৫টি গ্রুপে লড়বে ৫টি করে দল এবং অন্য পাঁচটি গ্রুপে লড়বে ৬টি করে দল। এছাড়া গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে ইউরো কাপে। প্লে-অব থেকে আসবে আরও চার দল।

ড্রতে সব ফেবারিট দলই অনেকটা সহজ গ্রুপে পড়েছে। তবে ইতালির গ্রুপটা অন্য যেকোনো গ্রুপের থেকে কঠিন। গ্রুপ ‘এইচ’-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া ও ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। তাছাড়া নেদারল্যান্ডস ও জার্মানিও বাছাইপর্বে একই গ্রুপে জায়গা পেয়েছে।

২০১৯ সালের ২১ মার্চ শুরু হবে বাছাইপর্বের খেলা শুরু হবে। চলবে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত। ১২টি স্টেডিয়ামে হওয়া মূল টুর্নামেন্টের সেমি-ফাইনালসহ ফাইনাল খেলাটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইউরো ২০২০ বাছাইপর্বের ড্র
গ্রুপ ‘এ’ : ইংল্যান্ড, চেক রিপাবলিক, বুলগেরিয়া, মন্টেনেগ্র, কসোভো
গ্রুপ ‘বি’: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ
গ্রুপ ‘ডি’: সুইজারল্যান্ড, ডেনমার্ক, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার

গ্রুপ ‘ই’: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান
গ্রুপ ‘এফ’: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফরো আইল্যান্ড, মাল্টা

গ্রুপ ‘জি’: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসেডোনিয়া, লাটভিয়া
গ্রুপ ‘এইচ’: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, এন্ডোরা
গ্রুপ ‘আই’: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান ম্যারিনো
গ্রুপ ‘জে’: ইতালি, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আরমেনিয়া, লিচটেন্সটেইন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল যাচ্ছে বাংলাদেশি চার কিশোর ফুটবলার

ব্রাজিল যাচ্ছে বাংলাদেশি চার কিশোর ফুটবলার

রোনালদোকে ছাড়ালেন মেসি

রোনালদোকে ছাড়ালেন মেসি

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সাত ক্লাব

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সাত ক্লাব

অবশেষে বিসিএলে দল পেলেন আশরাফুল

অবশেষে বিসিএলে দল পেলেন আশরাফুল