আর্জেন্টিনায় প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর হামলা, সমর্থকদের সঙ্গে হাতাহাতি-মারামারি পর এবার গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স বনাম অ্যাজাক্স ম্যাচ শুরু হওয়ার আগে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সম্প্রতি আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের মধ্যে কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগকে কেন্দ্র করে। এই ঘটনার পর ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি আবার কবে হবে সেটা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
এর রেশ কাটতে না কাটতেই গ্রিসের এইকে এথেন্স বনাম অ্যাজাক্স ম্যাচ মাঠে গড়ানোর আগে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় গ্যালারিতে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। আয়াক্স সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। এতে বেশ কয়েক জন আহত হন।
পরে পুলিশ তৎপরতা চালালে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে দুই দলের ফুটবলাররাও সর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে মাঠে নামেন।
তবে গ্যালারিতে ঘটে যাওয়া এই ঘটনার পরও অবশ্য খেলা অনুষ্ঠিত হয়। এতে ডাচ ক্লাব আয়াক্স ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক এইকে এথেন্সকে।
তবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে হাতাহাতি-মারামারির ঘটনা আরো অনেক বার বিভিন্ন দেশে ঘটেছিল। ১৯৬৮ সালে মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার বোকা আর রিভারের সমর্থকেরা এই দুই দলের খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামে ৭১ জন সমর্থক প্রাণ হারিয়েছিলেন। আর কয়েক বছর আগে রিভারের খেলোয়াড়দের দিকে 'পেপার স্প্রে' মারার সেই ঘটনাটা ঘটিয়েছিল বরিস ব্রাভা নামক এক হুলিগান সংগঠন, আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনেও যাদের ক্ষমতার কথা সুবিদিত।