ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ায় আরও বেশি কিছু করতে হবে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। চলতি মৌসুমে ইতোমধ্যে ১৮ ম্যাচ থেকে ১০টি গোল করেছেন তিনি।
২০১৫-১৬ মৌসুমের পর প্রথম ২০ গোলের স্তর অতিক্রম করার জন্য বলতে গেলে সঠিক পথেই আছেন তিনি। গত জুলাইয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়নো রোনালদো। বিদায়ের পর তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
২০১১-১২ মৌসুমে মাদ্রিদের হয়ে সর্বাধিক ৩২ গোল করা বেনজেমা বলেন, রোনালদোর বিদায়ের কারণে তাকে আরও বেশি দায় নিয়ে খেলতে হবে।
রিয়াল টিভিকে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো চলে যাবার কারণে এখন কিছুটা বেশি খেলতে হবে। আমাদের গোল এনে দেয়ার জন্য এখন তিনি দলে নেই। আমাকেই এখন সেই দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে আমি বেশ অনুপ্রাণীত এবং ওই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।’