আর্জেন্টিনার হতাশাজনক একের পর এক পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির অনুপস্থিত হয়তো হারে হারে টের পাচ্ছে আর্জেন্টিনা। হয়তো তাই কোপা আমেরিকার আগে মেসিকে দলে চান ইকার্দি।
এর আগে সাময়িক অবসর ভেঙে মেসিকে দলে ফিরে আসার আহ্বান জানান বর্তমান তারুণ্যনির্ভর দলের তারকা পাওলো দিবালা।
মেসিকে ছাড়াই বুধবার ভোরে মেক্সিকোকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন ইকার্দি ও পাওলো দিবালা। দুজনেই জাতীয় দলের হয়ে প্রথম গোল পেলেন।
ম্যাচ শেষের আর্জেন্টিনা দলে মেসির ফেরা নিয়ে নিজের চাওয়াটা জানান ইন্টার মিলানের ফরোয়ার্ড ইকার্দি।
“মেসি বিশ্বসেরা। তাই তার মতো খেলোয়াড়কে সব দলই পেতে চায়। আমার আশা সামনের বছর কোপা আমেরিকার আগে সে আমাদের সঙ্গে থাকতে পারবে।”
২০১৯ সালের জুনে কোপা আমেরিকার পরের আসর হবে ব্রাজিলে।
ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে এ নিয়ে ছয় ম্যাচে চতুর্থ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের বর্তমান পরিবেশ বোঝাতে ‘একে অপরের সঙ্গে আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করার’ কথা জানান ইকার্দি।
“আমি অতীতেও দলের সঙ্গে ছিলাম এবং এখনকার মতো পরিবেশ তখন ছিল না। আশা করি এটা চলবে। (অতীতে) আমি এটা অনুভব করিনি।”
“অতীতে অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে এই স্বাচ্ছন্দ্য অনুভূত হতো না। আজ আমরা তলানি থেকে শুরু করেছি এবং আমরা সবাই কোচিং স্টাফদের জন্য ভালো করতে চেয়েছি।”