রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাই দলপতিকে ছাড়াই বাংলাদেশ সময় বুধবার সকালে প্রীতি ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা।
তবে জয়ের পাশাপাশি গোলের খাতা খুলেছেন ইকার্দি ও দিবালা। আর্জেন্টিনার জার্সিতে ইকার্দির পাঁচ বছর ও দিবালার তিন বছর পর এটিই তাদের প্রথম গোল।
মেনদোসার মালভিনাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড ইকার্দি; আর শেষ দিকে জয় নিশ্চিত করেন ইউভেন্তুস ফরোয়ার্ড দিবালা। ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে ছয় ম্যাচে চতুর্থ জয় তুলে নিল আর্জেন্টিনা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে দেন রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া ফরোয়ার্ড ইকার্দি। আর ৮৭তম মিনিটে গোল করেন দিবালা।
এদিন মেনদোসার মালভিনাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড ইকার্দি; আর শেষ দিকে জয় নিশ্চিত করেন ইউভেন্তুস ফরোয়ার্ড দিবালা। ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে ছয় ম্যাচে চতুর্থ জয় তুলে নিল আর্জেন্টিনা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে দেন রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া ফরোয়ার্ড ইকার্দি। আর ৮৭তম মিনিটে গোল করেন দিবালা।