ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির হাঁটুতে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি। ইনজুরির কারণে নেদারল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে তাই খেলা হচ্ছে না ২৪ বছর বয়সী এই ফ্রেঞ্চ ডিফেন্ডারের।
এ সম্পর্কে সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সপ্তাহের শেষে প্রিমিয়ার লিগের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন এ ফ্রেঞ্চম্যান। নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে তিনি জাতীয় দলের স্কোয়াডে যোগ দিলেও পরবর্তীতে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।’
আরও বলা হয়, ‘বার্সেলোনায় চিকিৎসকের সাথে পরামর্শ করার পরেই ড. কুগাটস স্ক্যান রিপোর্টের ভিত্তিতে মেন্ডির অস্ত্রোপচারের প্রয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবারই তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সিটির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।’
২০১৭ সালের সেপ্টেম্বরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরির কারণে গত মৌসুমের শেষ ভাগটা খেলাই হয়নি মেন্ডির। চলতি বছর এপ্রিলে তিনি ইনজুরি কাটিয়ে পুরনায় দলে ফিরে আসেন। এবারের মৌসুমে এ পর্যন্ত সিটির হয়ে ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে মূল একাদশে খেলেছেন।