একের পর এক আসছে ব্রাজিল শিবিরে ইনজুরির খবর। ইনজুরি যের পিছুই ছাড়ছে না কোচ তিতের শিষ্যদের।
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ দল থেকে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা মার্সেলো। এরপর বার্সার দল থেকে ছিটকে গেছেন কুতিনহো। ক্লাবের হয়ে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো।
রোববারের ম্যাচের শুরুর দিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বার্সার ফরোয়ার্ড রাফিনহাকে।
বার্সেলোনায় মেসির ইনজুরির সময়ে বদলি হিসেবে নেমে দারুণ করেন তিনি। আর তাই তিতের নজরে এসেছেন।
এছাড়া ব্রাজিল দলে ডাক পেয়েছেন জুভেন্টাসের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। তিনি মার্সেলোর জায়গায় ডাক পেয়েছেন। জুভেন্টাসের হয়ে ভালো খেলছেন তিনি।
এমনকি মার্সেলোকে ছেড়ে রিয়াল মাদ্রিদ অ্যালেক্স সান্দ্রোকে দলে টানবে সেই গুঞ্জনও ছিল। আর কুতিনহোর ইনজুরির যে অবস্থা তিনি নভেম্বরে হয়তো আর মাঠে নামতে পারবেন না। তার জায়গায় ব্রাজিল কোচ তিতে চীনের গুয়াংজুতে খেলা রেনাতো আগুস্তোকে দলে ডেকেছে।