ফরাসি স্ট্রাইকার উসমান দেম্বেলের ওপর ধীরে ধীরে বিরক্তির পরিমাণ বাড়ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা কর্মকর্তাদের। এমনটিই জানিয়েছে স্প্যানিশ ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘মার্কা’।
প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্যাসের সমস্যার কারণে অনুশীলনে ছিলেন না দেম্বেলে। কিন্তু যথা সময়ে সেটা ক্লাব কর্মকর্তাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি তিনি।
এর আগেও দেম্বেলে এমন কাজ করেছেন। অনুশীলনে আসতে প্রায়ই দেরি করেন তিনি। ক্লাব থেকে এতদিন তেমন কিছু বলা না হলেও এখন তার ওপর রীতিমত বিরক্ত ক্লাব কর্মকর্তারা।
বুধবারের অনুশীলন শুরু হলে দেম্বেলেকে খোঁজ করা হয়। কিন্তু ফোনে পাওয়া যায়নি তাকে। প্রায় দেড় ঘণ্টা পর ক্লাবকে তিনি অসুস্থতার কথা জানান।
এরপর শুক্রবার ২১ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে ‘নির্দিষ্ট কিছু কাজ’ দেন কোচ। তিনি সেগুলোও করেননি!
২০১৭ সালে বার্সায় পা রাখেন ফরাসি এই ফুটবলার। তখন থেকে প্রায়ই নাকি অনুশীলনে ফাঁকি দেন।
ক্লাবের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যমটি জানাচ্ছে, বার্সার জীবনের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেননি দেম্বেলে। একজন পেশাদার ফুটবলারের
যেমন জীবন-যাপন করা উচিত, সেটির ধারেকাছেও নেই তিনি। ঠিকমতো ডায়েট রুটিন পর্যন্ত অনুসরণ করছেন না ফরাসি এই স্ট্রাইকার।