লুইস এনরিখ প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত স্পেন জাতীয় দলে ডাক পেলেন বার্সেলোনার লেফট ব্যাক জর্ডি আলবা। সাবেক বার্সা বস জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর বড় শিরোনাম ছিল আলবার জাতীয় দলে ডাক না পাওয়া। দারুন ফর্মে থেকে লা লিগা চ্যাম্পিয়নদের সেরা একাদশে থাকার পরও উপেক্ষিত হয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত কোচের নেক নজরে ফিরেছেন ২৯ বছর বয়সি এই তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ন্যাশন্স লিগ এবং বসনিয়া হার্জেগোবিনার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। তবে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন চেলসি তারকা মার্কস আলনসো।
এদিকে ইনজুরি কাটিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠে নামলেও জাতীয় দলে জায়গা হয়নি প্যাকো আলকাসেরের। জর্মান ক্লাব ডর্টমুন্ড সপ্তাহের শেষভাগের ম্যাচে উলফসবার্গকে ১-০ গোলে পরাজিত করেছে। দিয়াগো কস্তাও এখনো পর্যন্তু সুযোগ পাননি এনরিখের স্কোয়াডে।
মিডফিল্ডে ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফিটনেস। সেখানে অনুপস্থিতির তালিকায় নাম লিখিয়েছেন থিয়াগো আলকানটারা। ওই স্থানের জন্য ডাক পেয়েছেন সেল্টাভিগোর ব্রাইস মেন্ডেজ ও ভিলারিয়ালের পাবলো পোমালস।
রক্ষণভাগে রিয়াল সোসিয়েদাঁদের দিয়াগো লরেন্তে এবং এস্পানিয়লের মারিও হার্মোসো অন্তর্ভুক্ত হয়েছেন এনরিখের স্কোয়াডে।