ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা পেলেও হেরেছে তার দল জুভেন্টাস। অন্যদিকে ঘরের মাঠে ধুঁকতে থাকা জোসে মরিনিয়োর দল ঘুরে দাঁড়িয়েছে জুভেন্টাসের মাঠে। আত্মঘাতী গোলের সুবাদে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলার শুরু থেকেই ভাগ্য সঙ্গে ছিল না জুভেন্টাসের। তবে খুব ভালো অবস্থান তৈরি করেছিল ৩৫ মিনিটের মাথায়। রোনালদোর পাশ থেকে নেয়ে সামি খেদিরার শট গোলপোস্টের বারে লেগে ফিরে আসে। এমনকি দ্বিতীয়ার্ধের প্রথম দিকেও গোল করার সম্ভাবনা জাগিয়েছিল জুভেন্টাস। ৫০তম মিনিটে পাওলো দিবালার দুর্দান্ত আরেক বাঁকানো শট ফিরিয়ে দেয় সেই গোলপোস্টের বার।
তবে রোনালদো সেই হতাশা কাটিয়ে গোলের দেখা পান ঠিক ১৫ মিনিট পরেই। লিওনার্দো বোনুচ্চির পাশকে ভলি করলে সেটি গোলরক্ষককে বোকা বানিয়ে সোজা জালে চলে যায়। এর ফলে জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেলেন রোনালদো।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে খেলার মোড় ঘুরে যায়। ৭৯তম মিনিটে ইউনাইটেডের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন হুয়ান মাতা। ঠিক ৮৬ মিনিটের মাথায় একটি ফ্রিকিক পেয়ে অসাধারণ শটে গোল করে সমতায় ফেরান ইউনাইটেডদের। আসরে জুভেন্টাসকে প্রথম গোল হজম করার স্বাদ দেন এ স্প্যানিশ মিডফিল্ডার।
মাতা নিজে গোল করার ঠিক ৩ মিনিট পর আরেকটি শট নেন গোলে বারে। ফ্রি কিক গোলরক্ষক আটকে দিলেও ফিরতি শট অ্যালেক্স সান্দ্রোর শরীরে লেগে জালে জড়ায়। আত্মঘাতী এ গোলে ম্যাচে শেষ মুহূর্তে এগিয়ে যায় মরিনিয়োর শিষ্যরা। সময় শেষে এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো জুভেন্টাস।