মেক্সিকোর বিপক্ষেও নেই মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ০২ নভেম্বর ২০১৮
মেক্সিকোর বিপক্ষেও নেই মেসি

রাশিয়া বিশ্বকাপে কাঙ্খিত ফল এনে দিতে ব্যর্থ হয়ে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর থেকে আর্জেন্টিনার পক্ষে আর জাতীয় দলের জার্সি পড়ছেন না লিওনেল মেসি। চলতি মাসে মেক্সিকোর বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচেও নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির বৃহস্পতিবার ঘোষণা করা ৩০ সদস্যের দলে নেই দুই ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইনও।

বিশ্বকাপ শেষে মোট চারটি ম্যাচে অংশ নেওয়া দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোনোটিতেই পায়নি তারকা ওই ফুটবলারদের। তবে সামনের দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড এরিক লামেলা।

আন্তর্জাতিক ফুটবলে ২৩ ম্যাচ খেলা লামেলা ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন। চোটের কারণে গত মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। একই কারণে ছিলেন না রাশিয়া বিশ্বকাপেও।

এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেসিংয়ের ২০ বছর বয়সী মিডফিল্ডার মাতিয়াস জারাকো।

মেক্সিকোর বিপক্ষে আগামী ১৬ নভেম্বর প্রথম ম্যাচে লড়বে আর্জেন্টিনা। চার দিন পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে প্রশংসায় ভাসিয়েছে নেইমার

মেসিকে প্রশংসায় ভাসিয়েছে নেইমার

মাঠে বাইরে স্রেফ দর্শক রোনালদো-মেসি

মাঠে বাইরে স্রেফ দর্শক রোনালদো-মেসি

পগবার জুভেন্টাসে প্রত্যাবর্তন হবে দারুণ ব্যাপার

পগবার জুভেন্টাসে প্রত্যাবর্তন হবে দারুণ ব্যাপার

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান