ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০১ নভেম্বর ২০১৮
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবরা

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবরা।

নেপালের কাঠমান্ডুতে সেমিফাইনাল ম্যাচের মূল সময়ে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ-ভারত। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতেকে পরাস্ত করে পারভেজ বাবুর শিষ্যরা।

টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। টাইব্রেকারে গোলরক্ষক মেহেদি হাসানের বীরত্বে জয় পায় বাংলাদেশ। ভারতের প্রথম দুটি শটই ঠেকিয়ে দেন তিনি।

এছাড়া টাইব্রেকারে বাংলাদেশের কোনো শট লক্ষ্যভ্রষ্ট হয়নি। চারটি শটই নির্ভুল নিশানায় ভারতের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নিয়েছে।  চতুর্থ শটে রুস্তম ইসলাম দুখু মিয়া লক্ষ্যভেদ করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

এ জয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিতই থাকলো বাংলাদেশ। একই ভেন্যুতে আগামী ৩ নভেম্বর (শনিবার) ফাইনাল খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল-পাকিস্তান সেমিফাইনালের জয়ী দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার কাছে হার, কোচ বরখাস্ত করলো রিয়াল

বার্সার কাছে হার, কোচ বরখাস্ত করলো রিয়াল

সেলেনাকে পেছনে ফেললেন রোনালদো

সেলেনাকে পেছনে ফেললেন রোনালদো

কাতার বিশ্বকাপেই ৪৮ দল

কাতার বিশ্বকাপেই ৪৮ দল

রিয়ালের বড় জয়

রিয়ালের বড় জয়