জরুরি সভায় নির্ধারিত হবে লোপেতেগির ভাগ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
জরুরি সভায় নির্ধারিত হবে লোপেতেগির ভাগ্য

আর কয়েকঘণ্টার মধ্যেই রিয়াল মাদ্রিদের দুরবস্থার কারণ যাচাই করতে জরুরী সভায় বসবেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সেই সভাতেই নির্ধারিত হবে কোচ হুলেন লোপেতেগির ভাগ্য। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, লোপেতেগিকে বরখাস্ত করে অ্যান্টনিও কন্তেকে কোচ নিয়োগের খুব কাছে লস ব্লাঙ্কোসরা।

রোববার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল। এমন হারে আগে থেকেই ঝুলে থাকা চাকরির সুতোর শেষ অংশটাও ছিঁড়ে ফেলেছেন লোপেতেগি। মার্কা বলছে, স্পেনের সাবেক এই কোচের উপর আর কোনভাবেই ভরসা রাখতে চান না পেরেজ।

কন্তে আসতে আসতে পেরোতে পারে সপ্তাহ। এর আগে বুধবার কোপা ডেল রেতে ম্যাচ আছে রিয়ালের। মেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারেন ভারপ্রাপ্ত কোচ সান্তিয়াগো সোলারি।

চেলসির দায়িত্ব ছাড়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি কন্তে। জরুরি অবস্থায় এই ইতালিয়ানের চেয়ে আর কাউকে ভরসা করতে পারছেন না রিয়াল সভাপতি। জুভেন্টাস, চেলসি আর ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানো কোচই এখন ভরসা রিয়ালের।



শেয়ার করুন :


আরও পড়ুন

হেলিকপ্টারেই প্রাণ হারিয়েছেন শ্রীবদ্ধনপ্রভা

হেলিকপ্টারেই প্রাণ হারিয়েছেন শ্রীবদ্ধনপ্রভা

সুয়ারেজের হ্যাটট্রি, রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

সুয়ারেজের হ্যাটট্রি, রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

মাঠে বাইরে স্রেফ দর্শক রোনালদো-মেসি

মাঠে বাইরে স্রেফ দর্শক রোনালদো-মেসি

পগবার জুভেন্টাসে প্রত্যাবর্তন হবে দারুণ ব্যাপার

পগবার জুভেন্টাসে প্রত্যাবর্তন হবে দারুণ ব্যাপার