থাই ধনকুবের এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির চেয়ারম্যানের ভিচাই শ্রিভাধানাপ্রভার ব্যক্তিগত হেলিকপ্টারটি শনিবার যুক্তরাজ্যে ক্লাবটির স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়।
শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে লিস্টার সিটির ম্যাচ শেষে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন ক্লাবের গাড়ি রাখার স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তারা কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন ঘটনাটি পর্যবেক্ষণ করছে, ইমার্জেন্সি সার্ভিস সেখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।
ক্লাবের জন্য বিপুল অর্থ লগ্নি করা থাই ব্যবসায়ি শ্রিভাধানাপ্রভার অধিকাংশ সময় লিস্টার সিটির হোম গ্রাউন্ডের খেলা দেখার পর এই হেলিকপ্টারে করে স্টেডিয়াম এলাকা ত্যাগ করতেন।
তবে এই ঘটনার সময় কপ্টারটির পাইলট কে ছিলেন এবং এতে কোন আরোহী ছিলেন কিনা সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে অন্য কেউ আহত হয়েছে কিনা সেটিও এখনো অজানা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘স্টেডিয়াম সংলগ্ন এই দুর্ঘটনার পর আমরা লিস্টার পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীদের সহযোগিতা করছি।’
২০১০ সালে কিং পাওয়ার কোম্পানির মালিক শ্রিভাধানাপ্রভার ক্লাবটি ক্রয় করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতে তিনি ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হন।