বাঁশি শুনেই রাগান্বিত নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
বাঁশি শুনেই রাগান্বিত নেইমার

অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ঘরের মাঠে হার এড়িয়েছিল পিএসজি। গোল না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিলেন নেইমার। ম্যাচ শেষে টিভি ক্যামেরার উপর রাগ ঝেড়েছেন। শিষ্যের এমন আচরণ ভালো লাগেনি থমাস টুখেলের। ব্রাজিলিয়ান শিষ্যকে আরও সংযত হওয়ার পরামর্শ তাই পিএসজি কোচের।

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি ম্যাচের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি নেইমার। হাত নাড়েননি পিএসজি ভক্তদের উদ্দেশ্যেও। ড্রেসিংরুমে ফেরার পথে তার দিকে তাক করা ক্যামেরার মেরে বসেন লাথি!

বিশ্বের সর্বোচ্চ দামি খেলোয়াড়ের আবেগের জায়গাটা বুঝতে পারছেন থমাস টুখেল। নেইমার যা করেছেন তার পেছনে শ্রদ্ধাবোধের অভাবকে আছে বলে মনে করেন না পিএসজি কোচ, ‘এটা পুরোপুরি আবেগের বিষয়। রেফারি তার বাঁশি বাজিয়েছেন, আর তখন থেকেই রাগ শুরু। কিন্তু এটা মোটেও শ্রদ্ধাবোধের অভাব নয়।’

পাশাপাশি আবেগ সামলে নেইমারকে সংযত হওয়ার পরামর্শও দিয়েছেন পিএসজি কোচ, ‘নেইমার খুব একটা খুশি ছিল না। সে জিততে চেয়েছিল। সে এমন একজন খেলোয়াড় যে সবসময় জিততে চায়। এটা মোটেও শ্রদ্ধাবোধের অভাব নয়। মোটেও না। তবে তার একটু সংযত হওয়া উচিত। সেদিনের কাজটা সে ঠিক করেনি।’

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশ ক্লাবেই থাকবে গার্দিওলা

ইংলিশ ক্লাবেই থাকবে গার্দিওলা

২ বছর পর পর মিনি বিশ্বকাপ ফুটবল

২ বছর পর পর মিনি বিশ্বকাপ ফুটবল

বঙ্গবন্ধু গোল্ড কাপ: ফাইনালে রাজশাহী-রংপুর

বঙ্গবন্ধু গোল্ড কাপ: ফাইনালে রাজশাহী-রংপুর

মেসিকে ছাড়াই ইন্টারকে হারিয়ে বার্সার জয়

মেসিকে ছাড়াই ইন্টারকে হারিয়ে বার্সার জয়