ইউরোপের ক্লাব ফুটবলের অভিজাত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগের পর গত রাতে অনুষ্ঠিত হয়েছে ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আন্তর্জাতিক টুর্নামেন্ট ইউরোপা লীগে বেশ কিছু ম্যাচ। এতে প্রিমিয়ার লীগ জায়ান্ট চেলসি জয় পেলেও হেরে গেছে ইতালীয় সিরি এ লীগের জায়ান্ট ক্লাব এসি মিলান।
বৃহস্পতিবার রাতে লন্ডনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসি ৩-১ গোলে হারিয়েছে বেলারুসের ক্লাব বিএটিইকে। বিজয়ী দলের হয়ে তিনটি গোলই করেছেন রুবেন লফটাস। ম্যাচের ২য়, ৮ম এবং ৫৪তম মিনিটে গোল তিনটি করেন এই চেলসি তারকা। বিএটিই’র হয়ে ৮০তম মিনিটে একমাত্র গোলটি পরিশোধ করেছেন আলেক্সি রিওস।
গ্রীসের সালোনিকায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে হন্ডুরাসের ভিডি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পিএওক’কে।
ইতালীর মিলান নগরীতে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক এসি মিলান ২-১ গোলে হেরে গেছে সফরকারী স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের কাছে। বিজয়ী দলের হয়ে ৩০তম মিনিটে সানাব্রিয়া এবং ৫৪তম মিনিটে লো চেলসো গোল দুটি করেন। স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেছেন কাটরোন।
লুক্সেমবার্গে অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে গ্রীসের অলিম্পিয়াকোসের কাছে ২-০ গোলে হার মেনেছে ডুডেলাঞ্জি।
একই রাতে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক এফসি জুরিখ ৩-২ গোলে হারিয়েছে জার্মান প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে। নিকোশিয়ায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সাইপ্রাসের এইকে লারনাসা এবং বুলগেরিয়ার লুডুগোরেটস।
অস্ট্রিয়ার সালজবার্গে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক সালজবার্গ ৩-০ গোলে হারিয়েছে নরওয়ের রোজেনবার্গকে। জার্মানির লিপজিগে অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক আরবি লিপজিগ ২-০ গোলে হারায় স্কটল্যান্ডের সেলটিককে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক জেনিথ সেন্ট পিটার্সবার্গ ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সের বর্দুকে। কোপেনহেগেনে অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে চেক ক্লাব স্লাভিয়া প্রাগ ১-০ গোলে স্বাগতিক কোপেনহেগেনকে পরাজিত করেছে।
ব্রসেলসে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে আন্ডারলেখট ও তুরস্কের ফেনারব্যাচ। স্লোভাকিয়ার ট্রানাভায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ক্রেয়েশিয়ার ডায়নামো জাগ্রেব ২-১ গোলে স্বাগতিক স্পার্তাক ট্রানাভাকে পরাজিত করেছে।
বাকুতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের ভরসকলা পলটাভা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কারাবাগকে। লিসবনে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে ওয়েলব্যাকের একমাত্র গোলে ইংল্যান্ডের আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে।
গ্লাসগোতে স্কটল্যান্ডের র্যাঞ্জার্স ও স্পার্তাক মস্কোর মধ্যে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচ ড্র হয়েছে গোলশুন্যতে। স্পেনের ভিলারিয়ালে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক ভিলারিয়াল ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়ান ক্লাব র্যাপিড ভিয়েনাকে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ২-০ গোলে হারিয়েছে সাইপ্রাসের এপোলোন লিমাসলকে। ফ্রান্সের মার্সেই নগরীতে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে ইতালীর ল্যাৎসিওর কাছে ৩-১ গোলে হার মেনেছে মার্সেই।
নরওয়ের সারপসব্রোতে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের ম্যাচে সুইডেনের মালমোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক সারপসব্রো। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে বেলজিয়ামের জেনক এর কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বেসিকতাস।
স্পেনের সেভিয়ায় অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে স্বাগতিক সেভিয়া ৬-০ গোলে হারিয়েছে তুরস্কের আখিসারকে। বেলজিয়ামের লিয়েজে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক স্ট্যান্ডার্ড লিয়েজে ২-১ গোলে হারিয়েছে রাশিয়ার ক্রাসনোডারকে।
চেক প্রজাতন্ত্রের জাবলোনেসে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে কাজিকিস্তানের এস্তানার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক জাবলোনেস। ফ্রান্সের রেনেসে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে উইক্রেনের ডায়নামো কিয়েভের কাছে ২-১ গোলে হার মানে স্বাগতিক রেনে।