পেপ গার্দিওলা মানেই সাফল্য, পেপ গার্দিওলা মানেই শিরোপা! তাইতো বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত কোচদের চাহিদাপত্রে শীর্ষেই থাকে ম্যানচেস্টার সিটির এ স্প্যানিশ কোচের নাম। তাকে পেতে মরিয়া বড় বড় ক্লাব, বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। কিন্তু গার্দিওলা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, আর কোনো ইংলিশ ক্লাবের কোচ হতে চান না তিনি!
ব্যাপারটা এমন নয় যে ইংলিশ ক্লাবগুলোকে অপছন্দ করেন গার্দিওলা। বিবিসি রেডিও ফাইভকে সাক্ষাতকারে স্প্যানিশ কোচ জানিয়েছেন ম্যানসিটির প্রতি ভালোবাসার টানেই প্রিমিয়ার লিগে অন্য ক্লাবের দায়িত্ব নিতে চান তিনি। সিটিজেন ভক্তদের ভালোবাসায় মুগ্ধ তিনি। সারা জীবন থাকতে চান একজন ‘ম্যানচুনিয়ান’ সমর্থক হিসেবেই।
‘বাকিটা জীবন আমি একজন ম্যানচুনিয়ান ভক্ত হিসেবেই থাকতে চাই। আমি একজন ম্যানসিটি ভক্ত হিসেবেই বাঁচব। আর ইংল্যান্ডের অন্য ক্লাবগুলোকে কোচিং করানো অসম্ভব আমার পক্ষে। কারণ আমি এখানকার মানুষদের প্রেমে পড়ে গেছি।’
সিটিজেনদের হয়ে তৃতীয় মৌসুম চলছে গার্দিওলার। প্রথম মৌসুমে সাফল্য ছাড়া কাটলেও দ্বিতীয় মৌসুমে বড় ব্যবধানে দলকে জিতিয়েছেন সাবেক বার্সা ও বায়ার্ন মিউনিখ কোচ। তৃতীয় মৌসুমের শুরুতেও লিগের পয়েন্ট শীর্ষে তার দল। মাঠে নেমেই পাচ্ছেন ভক্তদের ভালোবাসা। এই ভক্তদের ভালোবাসার মূল্য কোনোভাবেই দেয়া সম্ভব নয় বলে মত তার।