চেলসির সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন লেফট-ব্যাক মার্কোস আলোনসো। পাঁচ বছরের চুক্তি অনুযায়ী আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন এ স্প্যানিশ ফুটবলার।
ইএসপিএন এফসি’র একটি সূত্র নিশ্চিত করেছে নতুন চুক্তিতে আলোনসোর বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এ সম্পর্কে আলোসনো চেলসির ওয়েবসাইটে বলেছেন, ‘আরও কিছুদিন এখানে থাকতে পেরে আমি দারুণ খুশি। এর ফলে বিশ্বের সেরা একটি ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পারব। ইতোমধ্যেই দু’টি ভালো মৌসুম কাটিয়েছি, এখন আরও ভালো খেলার অপেক্ষায় আছি।’
এর আগে অক্টোবরে আন্তর্জাতিক বিরতির সময় আলোনসো স্প্যানিশ গণমাধ্যমে বলেছিলেন চুক্তি নবায়নের বিষয়টি আলোচনাধীন রয়েছে। চলতি মাসের শেষেই বিষয়টি চূড়ান্ত হবে।
২০১৬ সালের আগস্টে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফিওরেন্তিনা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন আলোনসো। চুক্তির পরিমাণ কিছুটা ছোট হলেও চেলসিতে যোগ দেবার পর থেকেই নিজেকে প্রমাণ করেছেন। এন্টোনিও কন্টে অধীনে লেফট-উইংয়ে নিজেকে মূল একাদশে প্রমাণ করেন।
মরিজিও সারি আসার পরে আলোনসোকে লেফট-ব্যাকে নামিয়ে আনা হয়। এই পজিশনেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।
সূত্র মতে, কিছু ইউরোপীয়ান ক্লাব গত গ্রীষ্মে আলোনসোর প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সারি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার পরিকল্পনায় আলোনসো প্রথম থেকেই ছিল। আর সেটাই প্রতিষ্ঠিত হয়েছে তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে। এবারের মৌসুমে বিভিন্নভাবে আলোনসোর প্রশংসা করেছেন সারি।