নিউক্যাসেলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগে ম্যাচের পর টেলিভিশনে অযাচিত মন্তব্য করায় ফুটবল অ্যাসোসিয়েশন হোসে মরিনহোর বিপক্ষে অভিযোগ তুলেছে।
ওল্ড ট্যাফোর্ডের ম্যাচটিতে দুই গোলে পিছিয়ে থেকেও অ্যালেক্সিস সানচেজের ইনজুরি টাইমের গোলে ইউনাইটেড ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ ম্যাচের আগে ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে দারুন চাপের মুখে ছিলেন কোচ মরিনহো। এমনকি গণমাধ্যমে এমন রিপোর্টও প্রকাশ হয়েছিল যে, নিউক্যাসেলের বিপক্ষে ফলাফল যাই হোক না কেন মরিনহোকে তার চাকরি হারাতে হবে।
ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেছেন, ‘ম্যাচটির পর হোসে মরিনহোর মন্তব্যের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে। ফুটেজে দেখা গেছে সেখানে মরিনহো যে ধরনের মন্তব্য করেছেন তা অপমানজনক কিংবা সঠিক নয়। এ অভিযোগের বিপক্ষে কিছু বলতে হলে তাকে আগামী ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেয়া হলো।’
অভিযোগ প্রমাণিত হলে মরিনহোকে সর্বোচ্চ শাস্তি হিসেবে টাচলাইন থেকে নিষিদ্ধ করা হতে পারে। ২০১৬-১৭ মৌসুম দুটি ভিন্ন অভিযোগে মরিনহোকে এক ম্যাচ নিষিদ্ধ ও সর্বমোট ৫৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।